দিনাজপুর শহরে রামনগর উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ নববর্ষের প্রথম দিনে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এমন বাস্তবতায় দিনাজপুর শহরে রামনগর উন্নয়ন ক্লাবের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ পহেলা জানুয়ারি রামনগর উন্নয়ন ক্লাব প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রামনগর উন্নয়ন ক্লাবের সভাপতি মিজানুর রহমান বলেন, পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অসহনীয় জীবনযাপন করছে শীতার্ত মানুষেরা।
আমরা নিজস্ব উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। মানুষের জন্য মানুষ এমন অভিপ্রায় আজকের এই কার্যক্রম। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের কার্যক্রমে অধিক শীতার্ত মানুষকে অন্তর্ভুক্ত করতে। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সবি নূর, ক্রীড়া সম্পাদক মোঃ মমিন, সহ দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হক, কার্যকরী কমিটির সদস্য মোঃ পারভেজ সহ ক্লাবে সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রামনগর উন্নয়ন ক্লাব প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে অবদান রেখে আসছে।
বাখ//এস