০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নওগাঁয় সড়কে ঝরল ২ প্রাণ

নওগাঁর মহাদেবপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন ও আফতাব উদ্দীন নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিসটেন্ড আফতাব উদ্দীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার খুন্তির মোড়ে রাস্তার পাশে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। এ সময় নজিপুর থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁর দিকে আসছিল। পথিমধ্যে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে পাশ কাটতে গেলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসে।
এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে চাপা পড়ে সুপার ভাইজার মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মোঃ আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাখ//এস
Tag :
নওগাঁয় সড়কে ঝরল ২ প্রাণ