পাইকগাছার চাঁদখালীতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

খুলনার পাইকগাছার চাঁদখালীতে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে।
বুধবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরদার নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন।
এ সময় ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ন কবির,প্যানেল চেয়ারম্যান জি,এম আমিন উদ্দিন, ফাতিমা তুজ জোহুরা রুপা, ইউপি সদস্য হেলাল উদ্দীন, আনিছুর রহমান বিশ্বাস, কাইয়্যুম হোসেন, এস্নোয়ারা বেগম সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জি এম আব্বাস উদ্দীন এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগিরা উপস্হিত ছিলেন।
চাঁদখালী ইউনিয়নে ২৮৮০ জন টিসিবির উপকারভোগীদের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাখ//এস