পাকুন্দিয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, কেককাটা, আলোচনা সভা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
দুপুর সাড়ে ১২টায় পৌরসদরের পাটমহালে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাজহারুল হক উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জজ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার শান্ত মারিয়াম ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ভাষ্কর হাবীবা আখতার পাপিয়া।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন আলম জনীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. তৌফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান মাসুদ, মো. আব্দুস সাত্তার, মো. সুরুজ মিয়া, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান খান সুমন, যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. শামসুল আলম সবুজ, পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. নাজমুল হুদা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এহসানুল হক ছানু প্রমুখ।
বাখ//এস