ফ্রান্সের সেনাদের দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট

ফ্রান্সের সেনাদের দেশ ছাড়তে বলল পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এই দেশটি। কয়েক দশক ধরে সেখানে ফরাসি সেনার ঘাঁটি আছে। নতুন বছরের প্রথম দিনে সেই ঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলল দেশটি। বুধবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বছর শেষের ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানা ওয়াত্তারা বলেন, “এই পদক্ষেপটি দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের প্রতিফলন।”
এর আগে গতমাসে পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ সেনেগাল তার ভূখণ্ড থেকে ফ্রান্সকে তার সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার নিদের্শ দেয়। ২০২৫ সালের শেষের মধ্যে প্রত্যাহার সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছে দেশটি।
আফ্রিকার আইভরি কোস্টে ফরাসি সেনাবাহিনীর সবচেয়ে বড় অবশিষ্ট সামরিক ঘাঁটি অবস্থিত। দেশটিতে প্রায় ৬০০ ফরাসি সামরিক কর্মী রয়েছে। সেনেগালে রয়েছে ৩৫০ জন।
বাখ//আর