বিএনপিকে ভাঙার চক্রান্ত সফল হবে না : মির্জা ফখরুল

বাংলাদেশে নতুন করে চক্রান্তের খেলা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপিকে ভেঙে ফেলার চক্রান্ত কখনো সফল হবে না। ১ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অতি দ্রুত নির্বাচন আয়োজন করে দেশকে সংকট থেকে মুক্ত করতে হবে। কারণ একমাত্র রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারই সংকট সমাধান করতে পারে। এ সময় ন্যূনতম নির্বাচনকেন্দ্রীক সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে একজনকে বের করতে পারলে দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এ দেশের মানুষের জনগণের রাজনীতি।
যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে ‘সবার আগে বাংলাদেশ’ সেই দলের নেতাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। ইতিহাসে এ ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্তকে কখনো সমর্থন দেবে না।
বাখ//আর