০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
রাজনীতিবিদরাও সংস্কার চান : উপদেষ্টা রিজওয়ানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় ঠিক করে দিলেও এর খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, রাজনীতিবিদরাও সংস্কার চান। ঐক্যমত্যের জন্য আলাদা কমিশন করা হবে। যার নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বুধবার (১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা।
পরিবেশ উপদেষ্টা জানান, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। সেটি করা না গেলে যে প্রক্রিয়ায় বিচার হবার কথা সেভাবেই হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান রিজওয়ানা হাসান।
বাখ//আর