সিলেটকে হারিয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
গতকাল উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ফের মাঠে নেমে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে নাহিদ রানারা।
জয়ের জন্য সিলেটের সামনে লক্ষ্য খুব বড় ছিল না। বিপিএলের এবারে আসরে মিরপুর যেভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছে, তাতে রংপুর রাইডার্সের করা ১৫৫ ছাড়িয়ে যাওয়া সিলেট স্ট্রাইকার্সের জন্য খুব কঠিন কাজ ছিল না।
কিন্তু সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা সেটা করতে সক্ষম হলেন না। জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২১ রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্স ৩৪ রানের জয় পায়।
বাখ//আর