০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
হোসেনপুরে তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সভা

”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (০১ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহানের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা স্বাগত বক্তব্যে বলেন, তরুণদের জাতীয় লক্ষ্য অর্জনে সম্পৃক্ত করে সকল শ্রেণীর মানুষের মাঝে সামাজিক, অর্থনৈতিক পরিবেশগত মূল্যবোধ রক্ষায় এই পৃথিবীকে রক্ষা করতে হবে।
এ উৎসব বিগত বছরের ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ বছরের ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দফতরের প্রধান ও উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মো: জাকির হোসেন সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
বাখ//ইস