গৌরনদীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশালের গৌরনদীতে বরিশালগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী ১ টি বাসের চাপায় রিফাত হোসেন (৩৮) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলের আরোহী মো. আমানউল্লাহ্ (৩১) গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভ‚রঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন বরিশাল জেলার হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মহানগরী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৩৩৮৪) বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে বেপরোয়া গতিতে গৌরনদীর ভ‚রঘাটা এলাকা অতিক্রম করছিল।
এ বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে (ঢাকা মেট্রো ল-৬৪-২১১০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক রিফাত হোসেন (৩৮) নিহত ও আরোহী মো. আমানউল্লাহ্ (৩১) গুরুতর আহত হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত মোটর সাইকেল আরোহী মো. আমানউল্লাহ্কে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাখ//এস