চৌহালীর সরকারি কম্বল ছিন্নমূল মানুষের সম্বল

যমুনার ভাঙ্গন কবলিত শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে সমাজসেবা দিবসে প্রধান অতিথি হয়ে সরকারি কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতু ।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন।
আজ সকালে সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা সমাজসেবা দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণের ব্যতিক্রম সংবাদ পেয়ে। একে একে শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধ, অসহায় ও ছিন্নমূল সাধারণ মানুষের মধ্যে কম্বল তুলে দেন। এসময় তিনি নিজ হাতে শারীরিক প্রতিবন্ধী ও বৃদ্ধদের শরীরে কম্বল জড়িয়ে দেন।
এ বিষয়ে চৌহালী উপজেলা প্রশাসন বলেন, প্রচণ্ড শীত পড়েছে। সাধারণ মানুষ এই শীতে অনেকটা বিপর্যস্ত। গরিব, অসহায় ও ছিন্নমূল শতাধিক মানুষের মধ্যে সরকারিভাবে এই কম্বল আমরা বিতরণ করেছি। তারা যেন শীত থেকে পরিত্রাণ পেতে পারেন। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে শারীরিক প্রতিবন্ধী, অন্ধ বা বধির ও নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।
কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, সমাজসেবা অফিসার মামুনুর রহমান ও উপজেলা প্রকৌশলী ফজলুল রহমান তালুকদার প্রমুখ। এদিকে বৃহস্পতিবার সকালে চৌহালী সরকারি কলেজ মাঠ থেকে সমাজসেবা দিবসের বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এসে শেষ হয়।
বাখ//আর