০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজস্থলীতে র্যালি ও কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার এর কক্ষে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এ সময় তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর কল্যানমুলক কাজের পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা করে থাকে। সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করে থাকে। উপজেলা সমাজসেবার অফিস সহকারি মুশফিকুর রহমান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। এছাড়া ৪জন রোগীর মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে রাজস্থলী উপজেলা সদর হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের করা হয়।
বাখ//এস