০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের আজীবন ও সাধারণ সদস্যদের সাথে মতবিনিময়

পটুয়াখালীতে প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের আজীবন ও সাধারণ সদস্য এবং শুভাকাঙ্ক্ষিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের মল্লিকা পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, এই ট্রাস্টের মাধ্যমে গরীব অথচ মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার পথে তাদের শিক্ষাবৃত্তি স্বরুপ আর্থিক সহযোগিতা করা হয়। সমাজের পিছিয়ে পরা হতদরিদ্র অসুস্থ মানুষকে চিকিৎসা সহযোগিতা। দুঃস্থ ও অসহায় নারীদের কল্যানে আর্থিক সহায়তা করা। বেওয়ারিশ ও গরীব ব্যক্তিদের মৃত্যু পরবর্তী দাফন কাফনে আর্থিক সহায়তা করা। এতিম ও দুঃস্থদের কর্মসংস্থান নিশ্চিত করতে আর্থিক সহায়তা দেয়াসহ ধর্মীয় উপাসনালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আবদান রাখাই হলো এই ট্রাস্টের মূল কাজ।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি এ কে এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেন, ট্রাস্টের আজীবন সদস্য সাবেক বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, সাবেক জেলা পরিষদের সদস্য কামরুন নাহার জেসমিন, পটুয়াখালী প্রেস ক্লাবের আহবায়ক এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর প্রধান শিক্ষক জাকির হোসেন সেলিমসহ অনান্য সদস্যরা।
বাখ//এস