১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে নতুন বছরে নতুন ঘর পেলেন অসহায় দুটি পরিবার

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামে অসহায় দু’পরিবারকে নতুন ঘর তৈরী করে দিলেন শাহজাদপুরের হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রাষ্ট। নতুন ঘর পেয়ে তাদের মনে ছিল শান্তির হাসি ।

জানা গেছে’ শাহজাদপুর উপজেলার হত দবিদ্র হারুন অর রশিদ ও জাহেদা খাতুন চর এলাকায় দীর্ঘদিন ধরে পলিথিন লাগিয়ে ভাঙ্গা ঘরে বসবাস করত। তাদের কোন ঘর ছিলনা। এদের মধ্যে জাহেদা ছিল ৭ সন্তান ও হারুনের ছিল ৪ সন্তান। পরের বাড়িতে কাজ কর তাদের সংসার চলত। এমন সংবাদ পেয়ে শাহজাদপুরের হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট তাদের দুই জনের নতুন ঘর নির্মান করে দেন।

গত বুধবার বিকেলে উপজেলার দুর্গম চর এলাকা হাটপাচিল গ্রামে গিয়ে তাদের নিকট নতুন ঘর হস্তান্তর করেন । সেই সাথে চাউল, ডাউল,ডিম এক মাসের বাজার ও নতুন লেপ তোষক বানিয়ে দেন। অভাবী দুটি পরিবার তারা বছরের প্রথম দিনে নতুন ঘর পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে।

জাহেদা খাতুন ও হারুন অর রশিদ বলেন, আমরা ভাবতে পারি নাই নতুন বছরে নতুন ঘরে উঠব এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। আমাদের পাশে দাঁড়িয়ে যে মহত্বের পরিচয় দিয়েছে আমরা চিরদিন মনে রাখব।

এলাকার মওলানা শাহীন আলম জানান, দুটি পরিবার দীর্ঘদিন ধরে ফাঁকা স্থানে পলিথিন টানিয়ে বসবাস করত তারা নতুন ঘর পাওয়ায় তাদের ছেলে মেয়েদের এখন বিবাহ দিতে পারবে। প্রচেষ্টা সবার জন্য এর পরিচালক শাহবাজ খান সানি জানান, আমরা অসহায়দের সহযোগীতা করি । ইইতমধ্যেই আমরা সিরাজগঞ্জে মোট ৯১ টি ঘর তৈরী করে দিয়েছি। পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
১৩০ জন দেখেছেন

শাহজাদপুরে নতুন বছরে নতুন ঘর পেলেন অসহায় দুটি পরিবার

আপডেট : ০৪:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামে অসহায় দু’পরিবারকে নতুন ঘর তৈরী করে দিলেন শাহজাদপুরের হাউজ অব মান্নান চ্যারিটবেল ট্রাষ্ট। নতুন ঘর পেয়ে তাদের মনে ছিল শান্তির হাসি ।

জানা গেছে’ শাহজাদপুর উপজেলার হত দবিদ্র হারুন অর রশিদ ও জাহেদা খাতুন চর এলাকায় দীর্ঘদিন ধরে পলিথিন লাগিয়ে ভাঙ্গা ঘরে বসবাস করত। তাদের কোন ঘর ছিলনা। এদের মধ্যে জাহেদা ছিল ৭ সন্তান ও হারুনের ছিল ৪ সন্তান। পরের বাড়িতে কাজ কর তাদের সংসার চলত। এমন সংবাদ পেয়ে শাহজাদপুরের হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট তাদের দুই জনের নতুন ঘর নির্মান করে দেন।

গত বুধবার বিকেলে উপজেলার দুর্গম চর এলাকা হাটপাচিল গ্রামে গিয়ে তাদের নিকট নতুন ঘর হস্তান্তর করেন । সেই সাথে চাউল, ডাউল,ডিম এক মাসের বাজার ও নতুন লেপ তোষক বানিয়ে দেন। অভাবী দুটি পরিবার তারা বছরের প্রথম দিনে নতুন ঘর পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে।

জাহেদা খাতুন ও হারুন অর রশিদ বলেন, আমরা ভাবতে পারি নাই নতুন বছরে নতুন ঘরে উঠব এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। আমাদের পাশে দাঁড়িয়ে যে মহত্বের পরিচয় দিয়েছে আমরা চিরদিন মনে রাখব।

এলাকার মওলানা শাহীন আলম জানান, দুটি পরিবার দীর্ঘদিন ধরে ফাঁকা স্থানে পলিথিন টানিয়ে বসবাস করত তারা নতুন ঘর পাওয়ায় তাদের ছেলে মেয়েদের এখন বিবাহ দিতে পারবে। প্রচেষ্টা সবার জন্য এর পরিচালক শাহবাজ খান সানি জানান, আমরা অসহায়দের সহযোগীতা করি । ইইতমধ্যেই আমরা সিরাজগঞ্জে মোট ৯১ টি ঘর তৈরী করে দিয়েছি। পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাখ//আর