শাহরাস্তিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে রায়শ্রী দঃ ইউনিয়নের ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি

শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল খাঁন বাপ্পি, সাধারণ সম্পাদক মো হাবিব ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমের নেতৃত্বে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় যোগ দিতে মেহের ডিগ্রী কলেজ মাঠে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মজুমদার, ছাত্রদল নেতা নুরআলম মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, সহযোগিতায় ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সৌদি আরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম বিলাস।
উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ। ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শাহরাস্তি- হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হকের নেতৃত্বে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল আমরা ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক এ হবে শাহরাস্তি-হাজীগঞ্জের এমপি, ইনশাআল্লাহ।
বাখ//এস