শাহরাস্তিতে ছাত্রদলের সমাবেশকে ঘিরে অপর ইউনিটের কর্মসূচি স্থগিত

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহরাস্তি উপজেলা শাখার সমাবেশের কারনে একই স্থানে পূর্ব নির্ধারিত প্রীতি ক্রিকেট ম্যাচ স্থগিত করেছে পৌরসভা ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল কলেজ মাঠে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দুপুরে মেহের ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ আয়োজন করে উপজেলা ছাত্রদল। একই স্থানে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে পৌরসভা ছাত্রদল।
এর আগেই কলেজ মাঠে সমাবেশ উপলক্ষে স্টেজ তৈরি করায় সকালে ক্রিকেট ম্যাচ খেলতে এসে খেলা শুরু করতে পারেনি পৌর ছাত্রদল। পরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী ও উপজেলা যুবদলের সদস্য সচিব এহেতেশামুল গনী উপজেলা এবং পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পৌর ছাত্রদলের কর্মসূচি অন্য মাঠে স্থানান্তর করে সমর্থ হন।
পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে পৌর ছাত্রদল ১ জানুয়ারি র্যালি ও ২ জানুয়ারি থেকে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। সকালে এসে দেখি মাঠের পিচের উপর স্টেজ তৈরি করা হয়েছে। অথচ আমরা পূর্বে কর্মসূচি দিয়েছিলাম। পরে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা পৌর ছাত্রদলের কর্মসূচি অন্যত্র সরিয়ে নেই।
বাখ//এস