শাহরাস্তিতে ফারুক মিয়াজির নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরের শাহরাস্তিতে ফারুক মিয়াজির নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে পৌরসভার মহামায়া গাছতলায় ছাত্রদলের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মহামায়ার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা সদরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিনের নির্দেশনায় আয়োজিত র্যালিতে শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করে বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।
অনুষ্ঠানে ছাত্রনেতাদের পাশাপাশি অংশ নেন উপজেলা বিএনপির বিভিন্ন পৌর ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা।
বাখ//ইস