প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৩:৩০ পি.এম
হাটহাজারীতে সমাজসেবা দিবস পালিত

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার"এ শ্লোগানকে সামনে রেখে হাটহাজারীতে জাতীয় সমাজসেবা দিবস'২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক ঘুরে ওয়াকাথন কর্মসূচী পালন করা হয়।
ওয়াকাথন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এবিএম মশিউজ্জামান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, প্রানিসম্পদ কর্মকর্তা মো. সুজন কানুনগো, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জাগৃতি ক্লাবের সভাপতি মো. ওসমান, রাজনীতিবিদ ও ব্যবসায়ী রেজাউল করিম বাবু, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন প্রমূখ।
এসময় বিভিন্ন ক্যাটাগরীতে তিনটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা, তিনজন কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার তিন ছাত্রকে পুরস্কৃত করা হয়। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাখ//আর
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com