০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
গত ৫৩ বছরেও আমরা একটি ভালবাসাময় প্রেমময় দেশ গড়তে পারেনি : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে যে দেশটাকে গঠন করব, দেশটাকে নির্মাণ করব, একটি পথরেখা দেখাবো, এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমাদের সামনে সুযোগ তৈরি হয়েছে। আমাদের ছেলেরা জীবন দিয়েছে।
আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে। লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে আমাদের নেতাকর্মীরা অস্বাভাবিক ও অমানবিক জীবন যাপন করেছে। গেল ৫৩ বছরেও আমরা একটি ভালোবাসাময় প্রেমময় দেশ গড়তে পারিনি। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। এখানে আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি।
এখন আমাদের মাঝে নতুন করে আশা জেগে উঠেছে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন আমরা নতুন করে সে স্বপ্ন দেখতে শুরু করেছি। ৭১ সালে আমরা যুদ্ধে ছিলাম। পরবর্তীতে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম। দিনাজপুর সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের সামনে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু কেন জানিনা আমরা সে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমি সকলের নিকট আশা করব আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়াই। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রকে চর্চা করি না। রাজনৈতিক দলগুলো পরস্পরের পরস্পরের মধ্যে বিরোধে লিপ্ত হয়েছি। কিন্তু সহনশীলতার মধ্যে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলেই আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব, আমাদের অধিকার অর্জন করতে পারব।
বাখ//আর