বদলগাছীতে মৌ মৌ গন্ধে হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ

আকাশ রোদেলা বিকালে যে দিকে চোখ যায় শুধুই হলুদে রঙের দৃশ্য বিভিন্ন মাঠ। সবুজের বুক চিরে হলুদে ফুলের অপরূপ দৃশ্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। উপজেলার ২৬৫০ হেক্টর জমিজুড়ে এই মনোরম পরিবেশ বিরাজ করছে। কৃষি অফিসের তত্ত্বাবধানে প্রায় ৪হাজার জন কৃষক সরিষা চাষ করে বাম্পার ফলনের আশায় আছেন কৃষকরা।
জানা গেছে, এবারে বদলগাছী উপজেলার ৮ টি ইউনিয়ন বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে হলুদ বর্ণের এই মাঠ। কৃষকরা তাদের জমিতে সরিষা চাষ করেছেন। উপজেলা কৃষি অফিস সুত্র জানা যায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই পরিমাণ। সরিষা চাষ হয়েছে। সরিষা ক্ষেতে মধু সংগ্রহের জন্য কিছু জায়গা মৌমাছি মধু সংগ্রহ করায় আর্থিকভাবে লাভবান হবে তারা। কৃষকরা আশা করছে এবার সরিষার বাম্পার ফলন হবে বলে ধারনা করছেন।
কোলা, মিঠাপুর, ভান্ডারপুর এলাকার কৃষকরা বলেন, আমরা সরকারি প্রণোদনায় বিঘাপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পেয়েছি। সরকারি উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা একাধীক কৃষক এবারে এই এলাকায় সরিষা চাষ করেছি। আমরা সবাই ভালো ফলনের আশা করছি।
কৃষক আজমল বেলাল, গফুর, বলেন সরিষায় ফুল এসেছে। মাঠের যেদিকে চোখ যায় সরিষার হলুদে ফুল চোখে পড়ে। তাই প্রতিদিন অনেক দর্শনার্থী সরিষা ক্ষেতে এসে এই সরিষা ফুলের মনোরম দৃশ্য ক্যামেরায় বন্দি করে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্নএলাকায় সরিষা ক্ষেত পরিদর্শন করেন বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান। তিনি বলেন, সরকারি ভাবে আমরা উপজেলার প্রতিটি এলাকায় কৃষকদের সার্বিক সহযোগিতা করছি।
বাখ/এস