শাহজাদপুরে শীতার্তদের মাঝে ছাত্রদলের শীতবস্ত্র বিতরন

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ও পৌরসভার পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় শীতার্তের মাঝে কম্বল করা হয়েছে। ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিতের পৃষ্ঠপোষকতায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ৪ ‘শত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, ছাত্রদলের আহবায়ক আল মামুল জুয়েল, যুগ্ম আহবায়ক হোসাইন,ইউনুৃস আলী, অন্তর, রকি ,বিশাল, মৎস দলের শাহীন ব্যপারী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে একইদিন দুপুরে পৌরসভার পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাখ//এস