১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদীর গ্রিনসিটিতে ভবন থেকে লাফিয়ে পড়ে রুশ নারীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত বিদেশীদের আবাসিক গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে পড়ে মিসেস কেসেনিইয়া পোসতারুক (৩৯) নামে এক রূশ নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টায় গ্রীনসিটির ৯ নম্বর ভবনের ৪২ নং কক্ষে এই ঘটনা ঘটে।
তিনি আরএনপিপিতে রাশিয়ান মালিকাধীন সাব ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ কর্মরত ছিলেন। স্বামী আন্দ্রে গ্লেদি শিয়েব (৫২) সঙ্গে গ্রিনসিটির ৯ নম্বর ভবনের ৪ তলার ৪২ নং কক্ষে থাকতেন। তাঁরা রাশিয়ার শহর ভিতালী পোসতারোর বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রিনসিটির নিরাপত্তাকর্মীদের সুত্রে জানা যায়, ঘটনার সময় ভবন থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া যায়। এরকিছুক্ষণ পর ওই নারী ভবনের ৪ তলার জানালার গ্লাস ভেঙ্গে নিচে উপর হয়ে পাকার উপর পড়ে যান। এতে তাঁর মুখোমন্ডল থেঁতলি রক্তাক্ত জখম হন। গ্রিনসিটিতে দায়িত্বর চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে ওই মহিলাকে মৃত ঘোষনা করেন। সুত্রটি আরও জানান, এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীণসিটির নিরাপত্তা শিবিরে নেওয়া হয়।
গ্রিনসিটির নিরাপত্তা বাহিনী ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। স্বামী – স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। নিহত স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
১১১ জন দেখেছেন

ঈশ্বরদীর গ্রিনসিটিতে ভবন থেকে লাফিয়ে পড়ে রুশ নারীর মৃত্যু

আপডেট : ০১:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত বিদেশীদের আবাসিক গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে পড়ে মিসেস কেসেনিইয়া পোসতারুক (৩৯) নামে এক রূশ নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টায় গ্রীনসিটির ৯ নম্বর ভবনের ৪২ নং কক্ষে এই ঘটনা ঘটে।
তিনি আরএনপিপিতে রাশিয়ান মালিকাধীন সাব ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ কর্মরত ছিলেন। স্বামী আন্দ্রে গ্লেদি শিয়েব (৫২) সঙ্গে গ্রিনসিটির ৯ নম্বর ভবনের ৪ তলার ৪২ নং কক্ষে থাকতেন। তাঁরা রাশিয়ার শহর ভিতালী পোসতারোর বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রিনসিটির নিরাপত্তাকর্মীদের সুত্রে জানা যায়, ঘটনার সময় ভবন থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া যায়। এরকিছুক্ষণ পর ওই নারী ভবনের ৪ তলার জানালার গ্লাস ভেঙ্গে নিচে উপর হয়ে পাকার উপর পড়ে যান। এতে তাঁর মুখোমন্ডল থেঁতলি রক্তাক্ত জখম হন। গ্রিনসিটিতে দায়িত্বর চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে ওই মহিলাকে মৃত ঘোষনা করেন। সুত্রটি আরও জানান, এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীণসিটির নিরাপত্তা শিবিরে নেওয়া হয়।
গ্রিনসিটির নিরাপত্তা বাহিনী ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। স্বামী – স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। নিহত স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি।
বাখ//আর