০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
টাঙ্গুয়া হাওরে ৩ পাখি-মৎস্য শিকারী আটক

জীব-বৈচিত্রের গুরুত্বপূর্ণ জলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে পাখি ও মৎস্য শিকারের দাযে ৩ জনকে আটক করা হয়েছে। পাখির অভয়াশ্রম লেছুয়ামারা বিল থেকে পাখিসহ দুই শিকারী অন্যদিকে তেকুইন্যা বিল থেকে একটি ইলেক্ট্রিক শক মেশিনসহ অপর ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় কমিউনিটি গার্ডের সদস্যদের সহায়তায় টাঙ্গুয়া হাওর সংরক্ষণের দায়িত্বে থাকা রামসিংহপুর আনসার ক্যাম্পের সদস্যদের অভিযানে আটক হয় এসব অপরাধীরা।
ধৃতরা হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম, একই গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন ও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের আলীনুর মিয়ার ছেলে আতিকুল ইসলাম।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম তথ্য নিশ্চিত করে বলেন, ধৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।
বাখ//আর