০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পাইকগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পৌরসভা ছাত্রদলের জয়

খুলনার পাইকগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পৌরসভা ছাত্রদল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার চাঁদখালী হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রদল এ টুর্নামেন্টের আয়োজন করে।
উপজেলা ছাত্রদল ফুটবল একাদশ এবং পৌরসভা ছাত্রদল ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে পৌরসভা ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিৎ ঘোষ দেবেন-এর সভাপতিত্বে আয়োজিত খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। উদ্বোধক ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
সাবেক ছাত্রনেতা এসএম নাজমুল হুদা মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, পৌরসভা বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান শফিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান ময়না, মীর ওবায়দুল্লাহ, জাহাঙ্গীর হোসেন টিটু, যুবনেতা শহিদুর রহমান, জামিলুর রহমান রানা, মাসুম হাজরা, আব্দুল হান্নান, কুদ্দুস, আবু সালেক, সাইফুল, রাশেদুজ্জামান, আরিফ বিল্লাহ, বাকি বিল্লাহ, আরিফুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, নাজমুল, আসাদুজ্জামান, মামুন সামাদ ও হাসান প্রমুখ।
বাখ//আর