পাকুন্দিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন : আছাদ সভাপতি-মিনহাজ সম্পাদক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেস ক্লাবের ২০২৫ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত আটটার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় সাংবাদিক মো. আছাদুজ্জামান খন্দকারকে (কালের কন্ঠ) সভাপতি ও এসএএম মিনহাজ উদ্দীনকে (দিনকাল) সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি- মো. শামসুল আলম শাহীন (ভোরের কথা), মো. মিজানুর রহমান (জনতা) ও আ.ন.ম তানভীর হায়দার ভূঁঞা (আরটিভি), যুগ্ম-সাধারন সম্পাদক- রাজন সরকার (সংবাদ), সহ- সাধারন সম্পাদক- এসকে রাসেল (চ্যানেল আই), সাংগঠিনক সম্পাদক- ক.ম মুহিবুল্লাহ বচ্চন (নয়া দিগন্ত), সহ-সাংগঠনিক সম্পাদক- শাখাওয়াত হোসেন হৃদয় (মানব জমিন), অর্থ সম্পাদক- মো. আফজাল হোসাইন আইয়ুবী (সকালের সময়), দপ্তর সম্পাদক- দিলীপ রবিদাস (খবর), প্রচার-প্রকাশনা ও বিনোদন সম্পাদক- এনামুল হক হৃদয় (ঢাকা পোস্ট)। কার্যকরী সদস্য- মো. তরিকুল হাসান শাহীন (ইত্তেফাক), মো. ওমর ফারুক আকন্দ (শতাব্দীর কন্ঠ) ও আরিফুল হাসান আরজু (আমাদের অর্থনীতি)।
পাকুন্দিয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও বিটিভির ক্যামেরা পার্সন (নিউজ) এবিএম নুরুল ইসলাম বাচ্চু এ বিশেষ সাধারন সভা আহবান করেন।
এবিএম নুরুল ইসলাম বাচ্চু জানান, ৪ জানুয়ারি প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য ২৯ নভেম্বর তফসিল ঘোষনা করা হয়। মনোয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল ১৬ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো সদস্যই মনোয়নপত্র সংগ্রহ করেননি। তাই বিশেষ সাধারন সভা আহবান করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনারদের পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশনার মো. মুজিবুর রহমান, এম শাহজাহান ও সিদ্দিক হোসেন কিশোরকে সঙ্গে নিয়ে তাৎক্ষনিক বৈঠক করে উল্লেখিত কমিটি ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা নতুন কমিটির সমর্থন জানান।
বাখ//এস