বাউফলে ব্যবসায়ীকে অপহরণ, সাড়ে ৫ লাখ টাকা লুট

বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট মুদি ও মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বনিককে (৭৮) অপহরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে মার্চেন্টপট্রি এলাকার দোকোন থেকে ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্তরা তাকে অপহরন করে ট্রলারযোগে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী তার দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, ওই সময় সিবু বনিক প্রতিদিনেরমত দোকানের শার্টার টেনে ভিতরে বসে টাকা গননা করেন। এসময় ৮-১০জনের মুখোশধারী দুর্বৃত্তরা দোকানের সামনের দরজা দিয়ে ভিতরে ডুকে অস্ত্রেরমুখে সবাইকে জিম্মি করে। তাদের দুজনকে বেধে ফেলে ।
এরপর দুর্বৃত্তরা সাড়ে ৫লাখ টাকাসহ সিবু বনিককে মুখ বেধে দোকানের পিছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে নিয়ে যায়। সিবু বনিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরির পাইকারী ব্যবসা করে আসছিলেন।
এঘটনার পর ওই বন্দরসহ আশপাশের কয়েকশ লোক দোকানের সামনে ভীড় জমিয়েছেন। ঘটনাস্থলের অদূরে কালাই নৌ-ফাঁড়ি অবস্থিত। এ খবর পেয়ে বাউফল থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।
ওসি কামাল হোসেন জানান, তিনি খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি। এ ঘটনার পর ওই বন্দরের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পরেছে।
বাখ//আর