বেগম খালেদা জিয়া কখনও পালিয়ে যাননি-দিনাজপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য : ডা: এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। কোন ধরনের মূল্যবোধ বাংলাদেশে কাজ করেনি। শুধুমাত্র একটি দলের মূল্যায়ন ও মূল্যবোধই ছিল চিরচূড়ান্ত। অন্য কোন দলের মানুষকে তারা মানুষ হিসেবে কল্পনা করেনি বিগত পতিত স্বৈরাচারী সরকার। বেগম খালেদা জিয়া কখনও পালিয়ে যাননি। তিনি আজ ৪ ডিসেম্বর বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি কখনো জনগণের অধিকারের বিষয়ে কম্প্রোমাইজ করেনি। ১৯৭৫ সালের ৭ ই নভেম্বর যখন এ দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছিল তখন সিপাহী জনতার মধ্য দিয়ে শহীদ জিয়াকে মুক্ত করে তাকে ক্ষমতায় বসিয়েছিল। শহীদ জিয়ার গড়া এই দল জনগণের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। বিএনপি কোন একক নেতৃত্বের দল নয় এখানে নেতৃত্বের বিচার হয় তার রাজনৈতিক কর্মময় জীবন দিয়ে।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর পৌরসভা সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সংগঠনিত সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে সেখানে ২০০০ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো দিনাজপুরের ১৩ টি উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছে।
বাখ//ইস