০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কাপ্তাই বিজিবি

মো: আজগর আলী খান, নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জানুয়ারি) রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে আন্দোলনে আহত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকার মো: ইউসুফ আলীর পুত্র নবাব শরীফ সাজিব (২৫) কে উন্নত চিকিৎসা ও চলমান অধ্যবসায় সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আর্থিক অনুদান তুলে দেন ৪১ বিজিবি( কাপ্তাই ব্যাটালিয়ন) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুইঞা। এসময় তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন অধিনায়ক । আর্থিক অনুদান প্রদানকালে এসময় বিজিবির পদস্থ কর্মকর্তা এবং আহত সাজিব এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর ভিসি’র বাসভবনের সামনে গোলাগুলিতে ৬টি গুলি ডান হাতে ও ১টি গুলি মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর আহত হন সাজিব। বর্তমানে সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।

 

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
২৭৩ জন দেখেছেন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কাপ্তাই বিজিবি

আপডেট : ০২:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জানুয়ারি) রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে আন্দোলনে আহত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকার মো: ইউসুফ আলীর পুত্র নবাব শরীফ সাজিব (২৫) কে উন্নত চিকিৎসা ও চলমান অধ্যবসায় সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আর্থিক অনুদান তুলে দেন ৪১ বিজিবি( কাপ্তাই ব্যাটালিয়ন) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুইঞা। এসময় তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন অধিনায়ক । আর্থিক অনুদান প্রদানকালে এসময় বিজিবির পদস্থ কর্মকর্তা এবং আহত সাজিব এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর ভিসি’র বাসভবনের সামনে গোলাগুলিতে ৬টি গুলি ডান হাতে ও ১টি গুলি মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর আহত হন সাজিব। বর্তমানে সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।

 

বাখ//আর