মাগুরায় শ্রীপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি গঠন

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সমিতির ব্যবস্থাপনা কমিটি ও কাল্ব কর্তৃপক্ষের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে নির্বাচনী বিশেষ সভা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির সভাপতি আবু মুসা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এ সময় নির্বাচন কমিটির অন্যান্য সদস্য মো. শিমুল হোসেন ও রওনক জাহান উপস্থিত ছিলেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনারস প্রতীকের খোন্দকার আবু নঈম সভাপতি ও মাছ প্রতীকে মো. বাকিবিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে বই প্রতীকে শরিফুল ইসলাম, সহ-সভাপতি, কার্যকরী সদস্য আম প্রতীকের গোলাপী পারভীন, মোরগ প্রতীকে সাইফুল ইসলাম ও ঘুড়ি প্রতীকে মো. কামাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মাগুরা ও নড়াইল জেলা ব্যবস্থাপক
শাহাজুল হক, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নাজমুল আহসান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাখ//এস