শাহজাদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ইমাম ও ওলামা সন্মেলন

শাহজাদপুর থানা শাখার উদ্দ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর ইমাম ও ওলামা সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ ওলামা ও ইমাম সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির নায়েবে আমির ও বগুড়া জামিল মাদরাসার সহকারী পরিচালক হযরত মওলানা আব্দুল হক আজাদ।
মূফতি ইসমাইল হুসাইন সিরাজির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা রেজাঊল করিমের সঞ্চালনায় উক্ত সন্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মাওলানা মুফতি আনওয়ারুল্লাহ কাসেমী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মুফতি আব্দুল আহাদ, মাওলানা মুফতি নুরুন্নবী, মাওলানা মুফতি মোতালিবুর রহমান সাইফি।
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিদেশে থেকে টাকা রাস্তাঘাট উন্নয়ন করেছে যে টাকার উন্নয়ন করেছে তার সিংহভাগ টাকা লুটপাট করে আমাদের মাথার উপর ঋনের বোঝা চাপিয়ে দিয়েছে। শেখ হাসিনা দেশের ক্ষতি ছাড়া কিছুই দিতে পারে নাই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শুধু স্বৈরাচার নয় বিএনপি জাতীয় পার্টি এরাও কম বেশী স্বৈরাচার। বিগত দিনের যারাই ক্ষমতায় ছিল তারাই স্বৈরাচারী কায়দায় দেশ শাসন কায়েম করেছিল। তাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শের দল। আমরা সত্য কথা বলি। তাই জাতীয় সরকার গঠন করতে হলে আমাদের সাথে নিয়েই জাতীয় সরকার গঠন করতে হবে।
তিনি সবাইকে ইসলামী আন্দোলনের পতাকা তলে আসার আহবান জানান।
বাখ//আর