০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
১৮শ শীতার্তের মাঝে কনকচাঁপার কম্বল বিতরণ

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) সংসদীয় আসনের ১ হাজার ৮শ অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। শনিবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ বিতরণ কাজের উদ্বোধন করেন জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কনকচাঁপা নিজেই।
জানা গেছে, বিতরণ কাজের উদ্বোধন শেষে পৌরসভা সহ কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের ১৭টি ইউনিয়ন প্রতিনিধিদের এ কম্বল ভাগ করে দেয়া হয়েছে। নিজ নিজ ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে সেই কম্বল বিতরণ করবেন স্থানীয় নেতা-কর্মীরা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আব্দুল মালেক তরফদার স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আশরাফুল আলম, ধুনট যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, সমাজসেবক কামরুল হাসান তরু প্রমুখ।
বাখ//আর