এখনই অবসরের পরিকল্পনা নেই রোহিত শর্মার

চলতি বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে যেন নিজের ছায়া হয়ে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ঠিকঠাকভাবে জ্বলে উঠছে না ব্যাট; রানখড়ায় ভুগছেন হিটম্যান। যার জেরে সিডনি টেস্টে ভারতের একাদশ থেকে নিজেকে সরিয়ে নেন।
আর এতেই টেস্ট ক্রিকেটে রোহিতের শেষ দেখে ফেলেন অনেকেই। সুনীল গাভাস্কার তো এক প্রকার ঘোষণাই দিয়ে দেন মেলবোর্ন টেস্টই ছিল ভারত অধিনায়কের বিদায়ী টেস্ট। তার ভবিষ্যত নিয়ে বাইরে থেকে এমন মন্তব্যকারীদের কড়া ভাষায় জবাব দিয়েছেন রোহিত। জানিয়েছেন, তিনি কী করবেন সেটা অন্যরা ঠিক করে দেবে না।
রোহিত শর্মা বলেন, ধারাভাষ্য কক্ষে যারা বসে থাকেন কিংবা ক্রিকেট নিয়ে লেখালেখি করেন তারা কখনোই ঠিক করবে না আমার জীবন কীভাবে যাবে। তাদের হাতে এটাও নেই আমি কখন খেলব, কীভাবে খেলব, কখন অধিনায়কত্ব করব কিংবা সরে দাঁড়াব। আমার বিবেচনাবোধ আছে এবং কিছু বুদ্ধিশুদ্ধিও আছে। সুতরাং জীবনে আমি কী চাই, তা জানা আছে আমার।
বাখ//আর