জম্মু ও কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ শনিবার বন্দিপোরা জেলার উলার ভিউ পয়েন্টের কাছে এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হিসেবে বাজে আবহাওয়ার কথা উল্লেখ করছে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জেলার সদর কুট পায়েন এলাকার কাছে একটি তীক্ষ্ণ বাঁক নিয়ে আলোচনা করতে গিয়ে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই ঘটে যায় দুর্ঘটনা।
জানা যায়, ঘটনার জেরে বেশ কিছু সেনা গুরুতর চোটে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস বলছে, প্রাথমিকভাবে কয়েকজন সেনা আহত হলে তাঁদের সকলকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সেখানেই আঘাতের জেরে মারা যান ৩ সেনা। বাকি ২ জনের চিকিৎসা চলছে। এদিকে, দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা।
বাখ//আর