দিনাজপুরের হিলিতে পুকুর খননে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বাড়ির পার্শ্ববর্তী পুকুর খনন কাজে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার আলম এর বিরুদ্ধে। এছাড়া ওই নেতার দাপট ও প্রভাবে অতিষ্ঠ গ্রামবাসী। তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের।
খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার ৩নং আলিহাট ইউনিয়নের আগত রিকাবি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আবু মুসা বাড়ির পাশে পুকুর সংস্কার কাজ শুরু করে। এরপর সেই পুকুর সংস্কারের জন্য ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি নেতা সরোয়ার। পরে ১০ হাজার টাকার চাঁদা নিয়ে পুকুর সংস্কার কাজের অনুমতি দেয় ওই নেতা। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আলী বলেন, বিএনপিতে কোন দখলদার ও চাঁদাবাজের কোন জায়গা নেই। কেউ অন্যায় করলে সংগঠনের বিধি মোতাবেক তার বিরুদ্ধে শাস্তি গ্রহণ করা হবে। ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা তদন্ত করে কঠোর শাস্ত্রী মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাকিমপুর উপজেলার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতা সারোয়ার আলম অনেক অনৈতিক কাজের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। কিন্তু তার ভয়ে এ বিষয়ে কেউ প্রকাশ্যে আসতে চায় না।
বাখ//আর