দিনাজপুরে উত্তরবাংলা বিপ্লব ফাউন্ডেশন কমিটির আত্মপ্রকাশ ও আলাপ

বিপ্লবী চেতনার জাগরন ও ইতিহাস সংরক্ষণে এক নতুন মাত্রা-এমন অভিপ্রায় উত্তর বাংলা বিপ্লব ফাউন্ডেশন নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ ও আলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জানুয়ারি দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে।
উত্তরবাংলা ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ১. উত্তরবঙ্গের বিপ্লবী ইতিহাস এবং সংগ্রামীদের স্মৃতি সংরক্ষণ করা ২. তরুণ প্রজন্মকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করা ৩. আন্দোলনের অজানা গল্প তুলে ধরে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা ৪. স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইতিহাস ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা।
এছাড়াও এই সংগঠনের চলমান কার্যক্রম গুলো হলো ১. ডকুমেন্টারি নির্মাণ: ‘কারাগারের অন্ধকারে বিপ্লব”নামে একটি ডকুমেন্টারি সিরিজ ২. গল্প সংগ্রহ: আন্দোলনের অজানা কাহিনী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়া ৩. সেমিনার ও কর্মশালা: তরুণদের জন্য সৃজনশীল আয়োজন ও বিপ্লবী সেমিনার ৪. পুস্তক প্রকাশ: সংগ্রহ করা গল্প ও তথ্য নিয়ে একটি বই প্রকাশ।
এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, উত্তরবঙ্গ বরাবরই ছিল আন্দোলন ও বিপ্লবের মাটি। মাওলানা ভাসানী, হাজী মোহাম্মদ দানেশ, ইলা মিত্র, নুরুলদ্দিন সহ অগণিত বিপ্লবী নাম ইতিহাসে অমর। তবে সময়ের স্রোতে হারিয়ে গেছে গেছেন শহীদ রাহুল ,শহীদ রুদ্র সেন, শহীদ আল আমিনসহ অনেক সংগ্রামী। ২০২৪ সালের গণ-আন্দোলনে এই অঞ্চলে প্রাণহারান বহু মানুষ, আহত হন হাজারেরও অধিক।
কিন্তু তাদের আত্মত্যাগ আজও অপরিচিত। এই বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে সংগ্রামের চেতনা জাগ্রত করতেই প্রতিষ্ঠিত হয়েছে উত্তরবাংলা বিপ্লব ফাউন্ডেশন। এই সংগঠনটি পূর্বে” জুলাই ফাউন্ডেশন বাংলাদেশ’নামে পরিচিত ছিল। প্রশাসনিক সুবিধা এবং লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে আরও সামঞ্জস্য আনতে এখন থেকে এটি উত্তরবাংলা বিপ্লব ফাউন্ডেশন নামে পরিচিতি লাভ করবে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, সংগঠনটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর একরামুল হক আবির, রিচার্জ এন্ড ডেভলপমেন্ট অফিসার মোসাদ্দেক হোসেন, ফয়সাল মোস্তাক, মুজিবুল ইসলাম, বিপ্লব, মিডিয়া ডিরেক্টর আর এস রাসেল, কনটেন্ট ম্যানেজার তৌফিক ইসলাম, সোশ্যাল মিডিয়া অফিসার তাশফিক জামান তপু, আইটি ডিরেক্টর নোমান চৌধুরী, ওয়েব ডিরেক্টর প্রান্ত রায়, মার্কেটিং ডিরেক্টর আহমেদ নাহিদ রায়হান মাহি, ক্যাম্পেইন ম্যানেজার তানভীর শাকিল, প্রমোশনাল ডিরেক্টর তৌফিক ইসলাম, আউট রিচ কোর্ডিনেটর শামসুজ্জামান সাব্বির, মেহেদী হাসান, ব্র্যান্ডিং স্ট্রাটেজিস্ট মোসাদ্দেক হোসেন, আতিকুর রহমান,পাবলিক রিলেশন অফিসার তানভীর শাকিল, সানজিদুল মিনহাজ, ডাটা কালেকশন অফিসার মুফতি নুরুল ইসলাম, রায়হান বিন ইশা, ডকুমেন্টেশন অফিসার রোমানা আফ্রজি রুমু , শাহেদ হাসান সাকিব, এডিটর ইন চিফ হারুনুর রশিদ হিমেল, এসোসিয়েট এডিটর নিলয় আহমেদ সজীব, প্রুফ রিডার ফাহমিদ ইসলাম ফাহামিদ, ক্রিয়েটিভ রাইটার আশরাফ মাহমুদ রানা, হিউম্যান রিসোর্স ইন চিফ রুয়েল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার নাজমুল ইসলাম নাহিদ,ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফার রিফাত হোসেন প্রমুখ।
বাখ//এস