ইসরায়েলের ৫ মারকাভা ট্যাংক ধ্বংসের দাবি হামাসের

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড একদিনে ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে।
গতকাল (শনিবার) এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তারা এসব ট্যাংক ধ্বংস করে।
সংগঠনটি জানিয়েছে, তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাংক ধ্বংস করে। পরে একই শহরের পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরো চারটি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়।
এর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে কাসসাম ব্রিগেডের যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এ ব্যাপারে ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ইসরাইল সম্প্রতি হামাসের ওপর পরিপূর্ণ বিজয় দাবি করেছে। কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা একের পর এক ইসরাইলের বিরুদ্ধে বড় বড় অভিযান চালিয়েছে।
বাখ//আর