০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে বাংলাদেশ সেনাবাহীনির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জানুয়ারি সকালে জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনব্যাপী উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার এডিএমএস কর্নেল সৈয়দ নওফেল মাহমুদ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যে দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। প্রতিবছর শীত মৌসুমে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৩ ই অংশ হিসেবে বাংলা বাংলাদেশ সেনাবাহিনী অসহায় স্বীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। আমাদের এই কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।
এ সময় ৪ শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেনাবাহীনির বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্থানীয় পাঁচশতাধীক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। পাশাপাশি এই সব রোগীদের বিনামূলে ঔষধ বিতরণ করা হয়।
বাখ//এস