পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সৌজন্য মতবিনিময়

পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী সাংবাদিক বান্ধব পটুয়াখালী প্রেস ক্লাবের নব-গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফিনের সাথে এক সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফিন এর সাথে পটুয়াখালী প্রেস ক্লাবের নব-গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক দৈনিক ইনকিলাব এর পটুয়াখালী জেলা প্রতিনিধি সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন, সদস্য সচিব দৈনিক আমার দেশ এর প্রতিনিধি অধ্যাপক মোঃ গোলাম রহমান, দৈনিক গণদাবীর সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, ডেইলি স্টার এর প্রতিনিধি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন এবং মাই টিভি এবং আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান বাবলু উপস্থিত ছিলেন।
পটুয়াখালী প্রেস ক্লাবের ২০২৫ সালের এক বছর মেয়াদি ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর রাতে পটুয়াখালী প্রেস ক্লাবে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাবের বিগত কমিটির সভাপতি এ্যাডভোকেট মো: সোহারাব হোসেন। পটুয়াখালী প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সকল সদস্যদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে প্রেস ক্লাবকে এগিয়ে নিতে চান সামনের দিন গুলোকে।
বাখ//ইস