ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নতুন নির্বাচন

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন নির্বাচন উপলক্ষে একটি কমিটি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে শহরের ভাদুঘরের আলহেরা কমপ্লেক্স এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোটে নতুন সভাপতি ও সেক্রেটারী নির্বাচিত হয় এবং তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডাঃ উসামা রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ নোমান হোসেন নয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রোকন উদ্দিন, এডভোকেট মোকবুল হোসেন এবং জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মো. হাসান মাহমুদ বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য একটি সম্মানের বিষয়। আমরা সকল সদস্যকে সাথে নিয়ে ইসলামী মূল্যবোধ ও ছাত্র সমাজের উন্নয়নে কাজ করে যাব।”
বাখ//এস