লালমোহনে শিক্ষার মানোন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মেধাবী এবং সুশিক্ষিত শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ গড়তে হলে শিক্ষক-অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কার্যকর ভূমিকা রাখতে হবে। তাহলেই আগামীতে দেশে দক্ষ এবং মেধাবী মানবসম্পদ গড়ে উঠবে।
এছাড়াও, এদিন ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন এবং উপজেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুজ জাহের, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, লালন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসেন, গজারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ বিভিন্ন স্কুল-কলেজ এবং মাদরাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
বাখ//এস