লিভারপুলের আঙিনায় রোমাঞ্চ ছড়িয়ে পয়েন্ট পেল ইউনাইটেড

প্রথমার্ধের গড়পড়তা ফুটবলের পর জমে উঠল লড়াই। আগের তিন ম্যাচে গোল করতে না পারা ম্যানচেস্টার ইউনাইটেড চমক জাগিয়ে এগিয়ে গেল দ্বিতীয়ার্ধের শুরুতে। দারুণ ছন্দে থাকা লিভারপুল তেতে উঠল খানিক পরেই, এগিয়েও গেল তারা। তবে ভীষণ খারাপ সময়ে চলা হুবেন আমুরির দল এবার সুযোগ হাতছাড়া করল না, আরেকটি গোল করে তুলে নিল মূল্যবান একটি পয়েন্ট।
অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
লিসান্দ্রো মার্তিনেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন কোডি হাকপো। এরপর মোহামেদ সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল, কিন্তু পরে আমাদ দিয়ালোর লক্ষ্যভেদে অমীমাংসিত রয়ে যায় লড়াই।ইংল্যান্ডের উত্তরে ভারি তুষারপাতে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে জেগেছিল শঙ্কা। অনিশ্চয়তা মুছে শেষ পর্যন্ত দারুণ এক লড়াইয়ের দেখা মিলল, যদিও সমতায় শেষ হওয়া ম্যাচটি দুই দলের জন্য হয়ে রইল ভিন্ন স্বাদের।
লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার হারের পর পয়েন্ট পেল ইউনাইটেড।
বাখ//আর