০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাড. অবনী মোহন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল তিনটায় শাল্লা উপজেলা সদরে অবস্থিত তাঁর ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতাকে হামলার অভিযোগে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার হন তিনি।
স্থানীয়ভাবর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত অবনী মোহন দাস জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। গেল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও একবার শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন অবনী মোহন দাস।
শাল্লা থানা পুলিশের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, জেলা শহরে গেল চার আগস্টে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গেল ৪ আগস্ট জেলা শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী।
এ ঘটনায় জহুর আলীর ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে ২শ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন উক্ত মামলায়। এমএ মান্নান ও মুহিবুর রহমান মানিকসহ কিছু নেতা কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
১১২ জন দেখেছেন

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাড. অবনী মোহন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল তিনটায় শাল্লা উপজেলা সদরে অবস্থিত তাঁর ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতাকে হামলার অভিযোগে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার হন তিনি।
স্থানীয়ভাবর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত অবনী মোহন দাস জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। গেল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে আরও একবার শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন অবনী মোহন দাস।
শাল্লা থানা পুলিশের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, জেলা শহরে গেল চার আগস্টে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গেল ৪ আগস্ট জেলা শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী।
এ ঘটনায় জহুর আলীর ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে ২শ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন উক্ত মামলায়। এমএ মান্নান ও মুহিবুর রহমান মানিকসহ কিছু নেতা কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বাখ//আর