১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
হোসেনপুরে বালু ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুর সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশের সহায়তায় সোমবার (৬ জানুয়ারী) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বালু ব্যাবসায়ীরা ড্রেজার নিয়ে পালিয়ে গেলেও বালু পরিবহনে নিয়োজিত লড়ি ট্রাকের ডাইভার ও হেলপারকে আটক করে আদালত। পরে লড়ি ট্রাকের মালিক সাদ্দাম হোসেন (২৪) কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সাদ্দাম কিশোরগঞ্জ সদর থানার মারিয়া এলাকার নয়ন মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ইং মোতাবেক এ জরিমানা আদায় করেন বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভুমি) ফরিদ আল সোহান।
বাখ//ইস