০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এপেক্স ক্লাব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে : স্বরূপ বকসী বাচ্চু

মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, এপেক্স ক্লাব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত অনগ্রসর মানুষের কল্যাণে সব সময় নিবেদিত। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ধর্মীয় উৎসবে ধনী-গরিবের ভেদাভেদ না রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার সহ নানান বিষয় এপেক্স ক্লাব অব দিনাজপুর সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছে।

গত সোমবরা রাতে শহরের প্রাণকেন্দ্র একটি অভিজাত রেস্টুরেন্টে এপেক্স ক্লাব দিনাজপুরের আয়োজনে দায়িত্ব হসন্তান্তর, সনদ বিতরণ, এপেক্স পিন প্রদান ও ডিনার মিটিং এ তিনি প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পিজিডি-৭ এর এপেক্সিয়ান নুরুল মতিন সৈকতের সঞ্চালনায় এপেক্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট এপেঃ কাশী কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে সভায় ২০২৫ সালের নব-নির্বাচিত প্রেসিডেন্ট এপেঃ মোঃ আক্তার সহিদুজ্জামান এর দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট কাশী কুমার দাস ঝন্টু।

এসময় উপস্থিত ছিলেন, জেভিপি মোঃ হবিবর রহমান দুলাল, বর্তমান সেক্রেটারী এপেঃ মৃনাল কান্তি রায়, সার্ভিস ডিরেক্টর অমৃত রায়, এপেঃ মুক্তি বসাক, এপেঃ মোঃ হাসমত আলী, পিপি এপেঃ মোছাঃ সাকেরাতুন জান্নাত ও পিপি এপেঃ রহিমা খাতুন প্রমুখ। সভায় প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু সদস্যদের মাঝে এপেক্স ক্লাবের সনদপত্র ও এপেক্স ক্লাবের পিন বিতরণ করেন। এপেক্স ক্লাব অব দিনাজপুরের আইপিপি কাশী কুমার দাস ঝন্টু ও বর্তমান প্রেসিডেন্ট এপেঃ মোঃ আক্তার সহিদুজ্জামান “এপেক্স পিন” সম্মানীত প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুকে অনুষ্ঠানিকষ্ঠানে পড়িয়ে দেন। শেষে সবাই ডিনারে অংশগ্রহণ করেন।’

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
১১০ জন দেখেছেন

এপেক্স ক্লাব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে : স্বরূপ বকসী বাচ্চু

আপডেট : ০২:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, এপেক্স ক্লাব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত অনগ্রসর মানুষের কল্যাণে সব সময় নিবেদিত। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ধর্মীয় উৎসবে ধনী-গরিবের ভেদাভেদ না রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার সহ নানান বিষয় এপেক্স ক্লাব অব দিনাজপুর সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছে।

গত সোমবরা রাতে শহরের প্রাণকেন্দ্র একটি অভিজাত রেস্টুরেন্টে এপেক্স ক্লাব দিনাজপুরের আয়োজনে দায়িত্ব হসন্তান্তর, সনদ বিতরণ, এপেক্স পিন প্রদান ও ডিনার মিটিং এ তিনি প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পিজিডি-৭ এর এপেক্সিয়ান নুরুল মতিন সৈকতের সঞ্চালনায় এপেক্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট এপেঃ কাশী কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে সভায় ২০২৫ সালের নব-নির্বাচিত প্রেসিডেন্ট এপেঃ মোঃ আক্তার সহিদুজ্জামান এর দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট কাশী কুমার দাস ঝন্টু।

এসময় উপস্থিত ছিলেন, জেভিপি মোঃ হবিবর রহমান দুলাল, বর্তমান সেক্রেটারী এপেঃ মৃনাল কান্তি রায়, সার্ভিস ডিরেক্টর অমৃত রায়, এপেঃ মুক্তি বসাক, এপেঃ মোঃ হাসমত আলী, পিপি এপেঃ মোছাঃ সাকেরাতুন জান্নাত ও পিপি এপেঃ রহিমা খাতুন প্রমুখ। সভায় প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু সদস্যদের মাঝে এপেক্স ক্লাবের সনদপত্র ও এপেক্স ক্লাবের পিন বিতরণ করেন। এপেক্স ক্লাব অব দিনাজপুরের আইপিপি কাশী কুমার দাস ঝন্টু ও বর্তমান প্রেসিডেন্ট এপেঃ মোঃ আক্তার সহিদুজ্জামান “এপেক্স পিন” সম্মানীত প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুকে অনুষ্ঠানিকষ্ঠানে পড়িয়ে দেন। শেষে সবাই ডিনারে অংশগ্রহণ করেন।’

বাখ//আর