মাগুরাতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত কর্মশালা

মাগুরাতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক ‘বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও বিচারকার্য সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা’ ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা মোঃ অহিদুল ইসলাম। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরূণদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিতর্ক প্রতিযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে জেলার সকল স্কুলগুলোতে ডিবেট ক্লাব প্রতিষ্ঠাসহ প্রতিটি উপজেলায় ওয়ার্কশপের আয়োজন করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাখ//এস