০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আজ জানা যেতে পারে তামিম চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরবেন কিনা

তামিম ইকবাল চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরবেন কিনা সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজ। ড্যাশিং এই ওপেনারের সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচক ও বিসিবির কর্তারা।
আগামী ১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল জমা দিতে হবে বিসিবিকে। আর সেজন্য তামিম ইকবালের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিলেটে তার সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচকরা। ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালকে দলে ফেরাতে চলছে তোড়জোড়।
বর্তমানে বিপিএল খেলতে সিলেটে অবস্থান করছেন ফরচুন বরিশালের অধিনায়ক। সেখানে তার সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
এদিকে, সাকিব আল হাসানকেও দলে চান গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছেন তারা।
বাখ//আর