টিকেট আমিই পাবো : সেলিম রেজা

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ -১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেছেন, ‘আমি আপনাদের ছেলে, আমার জন্য দোয়া আছে আপনাদের। আপনাদের দোয়ার কারণে আমিই ইনশাআল্লাহ টিকেট পাবো। এটা নিয়ে কেউ দ্বিধাবোধ করবেন না।’
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরের মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিম রেজা বলেন, ‘আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে কাজীপুরের এমপি নির্বাচিত হবো। এমপি হয়ে কাজীপুরে রাজনীতিতে সহাবস্থান তৈরি করবো। আমরা আওয়ামী লীগের মতো কাজীপুর চালাবো না।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদেরকে আমরা ভালোবাসা দিয়েছি। মা-বোন সহ হাজার হাজার মানুষের উপস্থিতিই ভালোবাসার প্রমাণ। কথায় আছে দলিল যার জমি তার, তৃণমূলের নেতা-কর্মীরা যার টিকেটও তার।’
আওয়ামী লীগের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সেলিম রেজা বলেন, ‘খলিল-জয়ের কারণে নিজেদের বাড়িতে ঘুমাতে পারি নাই। আমাদের বন জঙ্গলে থাকতে হয়েছে। তারপরও কাজীপুরে বিএনপির সংগঠনটি সুসংগঠিত রাখতে নেতাকর্মীদের নিয়ে গোপনে উঠোন বৈঠক সহ মোবাইলে সব সময় যোগাযোগ রেখেছি। তাইতো আজ কাজীপুরের বিএনপি সুসংগঠিত।’
মাইজবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক। মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল হাসান রকির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, যুবদলের আহ্বায়ক মুঞ্জুর রশিদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ।
বাখ//ইস