০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নাটোর শহরের প্রধান সড়কের অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

মোঃ এমরান আলী রানা, নাটার প্রতিনিধি
নাটোর শহরের ভিতর দিয়ে নির্মিত ফোর লেনের প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচে্ছদ অভিযান চালিয়েছ সড়ক ও জনপদ বিভাগ। বুধবার সকাল থক সড়ক ও জনপদ বিভাগর নির্বাহী প্রকশলী কামরুল হাসান সরকার এবং উপজলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট ফরহাদ আহমদর উপস্থিতে এই অভিযান পরিচালনা করা হয়। সারাদিন নাটার শহরের বনবেল ঘরিয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত ৬.৬ কিলামিটার সড়কর দুই পাশের ফুটপাত দখল করা ব্যবসায়ীদর অবৈধভাব বসানো দাকানপাট, স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, জনস্বার্থ এবং জনসাধারণের নির্বিঘ চলাচলর সুবিধার জন্য শহরের চার লেন সড়কের দুই পাশ ফুটপাত নির্মাণ করা হয়। ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা  ও দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিল অবৈধ দখলদার ব্যবসায়ীরা।
মহামান্য আদালত ফুটপাতর অবধ দখল উচ্ছেদ করতে নির্দে ৎশ প্রদানের আলোকে  সড়ক ও জনপদ বিভাগ দখল সংশ্লিষ্ট সবাইকে নোটিশ করা হয়। নোটিশ পাওয়ার পর অনেক মালামাল সরিয়ে নিয়েছেন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারে সেজন্য আজ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযানে পুনরায় দখলদার ব্যবসায়ীরা ফুটপাত দখল করলে প্রশাসন আইনগত আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সওজর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
৮৮ জন দেখেছেন

নাটোর শহরের প্রধান সড়কের অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আপডেট : ০৬:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
নাটোর শহরের ভিতর দিয়ে নির্মিত ফোর লেনের প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচে্ছদ অভিযান চালিয়েছ সড়ক ও জনপদ বিভাগ। বুধবার সকাল থক সড়ক ও জনপদ বিভাগর নির্বাহী প্রকশলী কামরুল হাসান সরকার এবং উপজলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট ফরহাদ আহমদর উপস্থিতে এই অভিযান পরিচালনা করা হয়। সারাদিন নাটার শহরের বনবেল ঘরিয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত ৬.৬ কিলামিটার সড়কর দুই পাশের ফুটপাত দখল করা ব্যবসায়ীদর অবৈধভাব বসানো দাকানপাট, স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, জনস্বার্থ এবং জনসাধারণের নির্বিঘ চলাচলর সুবিধার জন্য শহরের চার লেন সড়কের দুই পাশ ফুটপাত নির্মাণ করা হয়। ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা  ও দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিল অবৈধ দখলদার ব্যবসায়ীরা।
মহামান্য আদালত ফুটপাতর অবধ দখল উচ্ছেদ করতে নির্দে ৎশ প্রদানের আলোকে  সড়ক ও জনপদ বিভাগ দখল সংশ্লিষ্ট সবাইকে নোটিশ করা হয়। নোটিশ পাওয়ার পর অনেক মালামাল সরিয়ে নিয়েছেন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারে সেজন্য আজ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযানে পুনরায় দখলদার ব্যবসায়ীরা ফুটপাত দখল করলে প্রশাসন আইনগত আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সওজর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার।
বাখ//আর