হোসেনপুরে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি

কিশোরগঞ্জের হোসেনপুরে আমেরিকা প্রবাসী নাজমুল আলমের বাড়িতে গেইট ও দরজা ভেঙ্গে দুরবৃত্তরা প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।
প্রবাসির ভাই তানিম আশরাফি জানান, বুধবার (৮ জানুয়ারী) রাত আনুমানিক ২ টার দিকে ১৪/১৫ জনের একদল দুরবৃত্ত পিক আপ গাড়ী নিয়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরা গ্রামে আমেরিকান প্রবাসীর বাড়ির দেয়াল টপকে ভেতরের গেইট ও দরজা ভেঙে তানিম আশরাফী, তার স্ত্রী, বাবা আশরাফ আলী সহ বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে জিম্মি করে ঘরের কয়েকটি আলমিরা ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ন লুট করে।
পরে তামিম কৌশলে বাড়ীর ছাদে উঠে লাফিয়ে বাইরে গিয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুরবৃত্তরা পিকআপ গাড়ী নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, আমরা ঘঠনাস্থল পরিদর্শন করে তদন্ত করছি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাখ//ইস