০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াশ উপজেলা পরিষদ ভবনের ছাদে ইউএনও এর শখের বাগান “বিলকুঞ্জ”

আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শৌখিন মানুষেরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় নিজ নিজ বাড়ির ছাদে তৈরি করছেন বাগান। তেমনি একজন প্রকৃতিপ্রেমী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা। তিনি উপজেলা পরিষদের ছাদে “বিলকুঞ্জ” নামে নান্দনিক এক বাগান করেছেন। ছাঁদটি দেখে মনে হয় এ যেনো এক টুকরো নির্মল উদ্যান।

এদিকে, ঐত্যিবাহী চলনবিল অধ্যাসিতু এলাকা হওয়ায় ইউএনও’র শখের ছাদ বাগানটির নামকরন করা হয়েছে “বিলকুঞ্জ” বলে জানিয়েছেন তিনি। এ দিকে, উপজেলা পরিষদের ছাদ বাগানটি গত (২৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।

জানা যায়, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা যোগদানের পরই ছাদ বাগান তৈরির উদ্যোগ নেন। ছাদের টবে আম, কাঠাল, টমোটো, লেবু, কমলা, মাল্টা, করমচা,জামরুল, ডালিম, পেয়ারা,জলপাই, কামরাঙা, জাম্বুরা, গোলাপ, গাঁদাফুলসহ প্রায় শতাধিক প্রজাতির ফুল ও ফলের গাছ রয়েছে।

নিয়মিত পরিচর্চায় দ্রুত বেড়ে উঠছে ফুল ও ফলের গাছ। ইতোমধ্যে বিভিন্ন গাছে ফল ধরা শুরু হয়েছে। গ্রামীণ আবহ আর টাটকা ফল-সবজির জুড়ি নেই ছাদ বাগানে। তাইতো ছাদবাগান করে তাক লাগিয়ে দিয়েছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা। আর এই ছাদ বাগানটি তৈরিতে সার্বিক সহযোগীতা করেছেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউএনও মহোদয় একজন কৃষি বান্ধব মানুষ। তাই তিনি নিজ উদ্যেগে উপজেলা পরিষদের ছাদে বাগানটি করেছেন। তার অদম্য ইচ্ছাশক্তি থাকায় ছাদটাকে রূপ দিয়েছেন সবুজের সমারোহে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা জানান, সবুজ মানেই সতেজতা। সবুজ মানেই প্রশান্তি। কৃষির প্রতি ভালোবাসার টানে উপজেলা পরিষদ ভবনের ছাদে বিভিন্ন ফুল ও ফলের গাছপালা লাগিয়েছি। তিনি সবাইকে সৃষ্টিশীলতা ও নান্দনিকতা চর্চার আহ্বান জানান। এছাড়া ঐত্যিবাহী চলনবিল অধ্যাসিতু এলাকা হওয়ায় ছাদ বাগানটির নামকরন করা হয়েছে “বিলকুঞ্জ”।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১১৮ জন দেখেছেন

তাড়াশ উপজেলা পরিষদ ভবনের ছাদে ইউএনও এর শখের বাগান “বিলকুঞ্জ”

আপডেট : ০১:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

শৌখিন মানুষেরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় নিজ নিজ বাড়ির ছাদে তৈরি করছেন বাগান। তেমনি একজন প্রকৃতিপ্রেমী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা। তিনি উপজেলা পরিষদের ছাদে “বিলকুঞ্জ” নামে নান্দনিক এক বাগান করেছেন। ছাঁদটি দেখে মনে হয় এ যেনো এক টুকরো নির্মল উদ্যান।

এদিকে, ঐত্যিবাহী চলনবিল অধ্যাসিতু এলাকা হওয়ায় ইউএনও’র শখের ছাদ বাগানটির নামকরন করা হয়েছে “বিলকুঞ্জ” বলে জানিয়েছেন তিনি। এ দিকে, উপজেলা পরিষদের ছাদ বাগানটি গত (২৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ।

জানা যায়, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা যোগদানের পরই ছাদ বাগান তৈরির উদ্যোগ নেন। ছাদের টবে আম, কাঠাল, টমোটো, লেবু, কমলা, মাল্টা, করমচা,জামরুল, ডালিম, পেয়ারা,জলপাই, কামরাঙা, জাম্বুরা, গোলাপ, গাঁদাফুলসহ প্রায় শতাধিক প্রজাতির ফুল ও ফলের গাছ রয়েছে।

নিয়মিত পরিচর্চায় দ্রুত বেড়ে উঠছে ফুল ও ফলের গাছ। ইতোমধ্যে বিভিন্ন গাছে ফল ধরা শুরু হয়েছে। গ্রামীণ আবহ আর টাটকা ফল-সবজির জুড়ি নেই ছাদ বাগানে। তাইতো ছাদবাগান করে তাক লাগিয়ে দিয়েছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা। আর এই ছাদ বাগানটি তৈরিতে সার্বিক সহযোগীতা করেছেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউএনও মহোদয় একজন কৃষি বান্ধব মানুষ। তাই তিনি নিজ উদ্যেগে উপজেলা পরিষদের ছাদে বাগানটি করেছেন। তার অদম্য ইচ্ছাশক্তি থাকায় ছাদটাকে রূপ দিয়েছেন সবুজের সমারোহে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা জানান, সবুজ মানেই সতেজতা। সবুজ মানেই প্রশান্তি। কৃষির প্রতি ভালোবাসার টানে উপজেলা পরিষদ ভবনের ছাদে বিভিন্ন ফুল ও ফলের গাছপালা লাগিয়েছি। তিনি সবাইকে সৃষ্টিশীলতা ও নান্দনিকতা চর্চার আহ্বান জানান। এছাড়া ঐত্যিবাহী চলনবিল অধ্যাসিতু এলাকা হওয়ায় ছাদ বাগানটির নামকরন করা হয়েছে “বিলকুঞ্জ”।

বাখ//এস